ঢাকাMonday , 12 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
May 12, 2025 2:22 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী শুকুর মোঃ সরকার এর ৫২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ( ১২ মে) দুপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনা সভায় ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন ছাত্র মোঃ ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন সভা পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন। দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী শুকুর মোঃ সরকারের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ কামরুজ্জামান ও বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ তাহেরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী শুকুর মোঃ সরকার এর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যাহেল বাকী, প্রাক্তন ছাত্র ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, প্রাক্তন ছাত্র ও রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জহিরুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ সাইদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, এলাকার অবহেলিত ছেলে-মেয়েরা শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে নিজে সাবলম্বি হওয়া সহ পরিবার ও সমাজকে আর্থিক ও সামাজিকভাবে মানোন্নয়ন করার উদ্দেশ্যে মরহুম হাজী শুকুর মোঃ সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানে ৮’৮৫ একর জমি দান করেন। এ বিদ্যালয়টি ১৯৭০ সালে স্থাপিত হয়। মরহুম হাজী শুকুর মোঃ সরকার ১৯৭৩ সালে ইন্তেকাল করেন। আলোচনা শেষে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সহ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা বেঁচে আছেন তাদের শারীরিক সুস্থ্যতা কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ নুরল হুদা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী- কর্মচারী, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, সুধিজন সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।