ঢাকাThursday , 24 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

Mahamudul Hasan Babu
July 24, 2025 12:32 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:”পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার সহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মেলায় স্টল ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অতিথিরা বক্তব্য রাখেন।
এবার বৃক্ষমেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৪ টি নার্সারি স্টলে অংশ নেয়।  ফলদ, বনজ, ঔষধীসহ নানা ধরণের সৌখিন গাছের সমাহার রয়েছে মেলার প্রতিটি স্টলে।