এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের কাঞ্চন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরক্কাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ২নং ফরক্কাবাদ ইউনিয়ন শাখার সভাপতি কামরুজ্জামান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার বিভাগীয় সেক্রেটারি (তালিমুল কোরআন) ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব এ কে এম আফজালুল আনাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা জামায়াতের আমির হাফেজ মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি মোঃ আজমির হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম । এছাড়াও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।