আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলায় ভৈরব নদে গোসল করতে নেমে গিয়ে নিখোঁজ মোহাইমিনুল ইসলাম নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৭টার দিকে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নদ থেকে তার লাশ মরদেহ করে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুতুবপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদে ৪ বন্ধু গোসলে নেমে মোহাইমিনুল নিখোঁজ ছিল।
কিশোর মোহাইমিনুল সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,চার বন্ধু মিলে ভৈরব নদে গোসলে নেমেছিল। চার বন্ধুর মধ্যে মোহাইমিনুল ইসলাম সাঁতার জানতো না। সে নদের কিনারে বসেছিল। বাকি তিন বন্ধু নদের পানিতে গোসল করছিল। হঠাৎ করেই মোহাইমিনুল নদের পানিতে পড়ে যায়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গেই প্রতিবেশীদের ডেকে নিয়ে তাকে উদ্ধার করতে থাকে । কিন্তু এলাকার লোকজন নদের পানিতে খুঁজেও উদ্ধার করতে পারেনি। পরে আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দীন বলেন,মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।