ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা।

Mahamudul Hasan Babu
January 12, 2026 4:13 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযুক্ত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম (৫৫)। তার বাড়ী উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র রাণীপুর গ্রামে।

সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সরজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৮নং ধর্মপুর ইউপি’র রাণীপুর ¯øুইচগেট সংলগ্ন পূনর্ভবা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে রফিকুল ইসলামকে তাৎক্ষণিক নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

এ সময় ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী, বিরল থানার পুলিশ ফোর্স’সহ ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্যপুলিশ (মহল্লাদার)গণ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পূণর্ভবা নদীতে বিভিন্নস্থানে প্রায়ই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। নিয়মিত তদারকি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব।