ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
January 22, 2026 10:42 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:  আগামী ২৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের ঠাকুরগাঁও সফর ও জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা জামায়াতের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।
তিনি বলেন, “আগামী ২৩ জানুয়ারি জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের ঠাকুরগাঁও আগমন একটি ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এ সফরের মাধ্যমে ঠাকুরগাঁওবাসী উন্নয়নের নতুন বার্তা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা পাবে।”
তিনি আরও বলেন, এই সফর ও জনসভাকে সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, “নির্বাচনী বিধিমালা অনুযায়ী রাত ১২টার পর প্রচার-প্রচারণা চালানোর নিয়ম থাকলেও বিএনপি সন্ধ্যার পর থেকেই ব্যানার ও ফেস্টুন লাগানো শুরু করে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে এনেছি এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি কফিল উদ্দিন, পৌর আমীর অধ্যক্ষ সামসুজ্জামান শামীম এবং সদর আমীর মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।