ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৩বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:22 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলামসহ সারাদেশের ৬৯ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির ৬৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি’র মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে বিএনপি’র প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।