মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : রাজৈরে কর্মরত সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করতে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর কুঞ্জলতা ফুড পার্কে রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী এক বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়।
রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে সকাল ১১টা থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা কুঞ্জলতা পার্কে এসে জড়ো হতে থাকেন। কর্মব্যস্ত সাংবাদিক জীবনের ক্লান্তি ভুলে দিনভর নাচ, গান, আড্ডা ও আন্তরিকতায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
সবুজে ঘেরা কুঞ্জলতা পার্ক এদিন যেন পরিণত হয় সাংবাদিকদের মিলনক্ষেত্রে। সহযোদ্ধাদের কণ্ঠে ধ্বনিত হয় বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর পেশাগত দায়বদ্ধতার দৃঢ় প্রত্যয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্দুল মতিন (উপদেষ্টা), দৈনিক বর্তমানের সাংবাদিক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু (উপদেষ্টা), দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক সুশান্ত দত্ত (উপদেষ্টা), দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম (সভাপতি), যুগান্তরের সাংবাদিক খোন্দকার রুহুল আমিন মুকুল, এশিয়ান টিভির সাংবাদিক অনাদি কুমার মণ্ডল, আমার দেশের সাংবাদিক টুটুল বিশ্বাস, সাংবাদিক এস এম জাকির হোসেন ডাবলু, দৈনিক ভোরের পাতার সাংবাদিক সাজেদুল ইসলাম শাওন, দৈনিক স্বাধীন সময়ের নাজমুল কবীর, দৈনিক জনতার শহীদুল আলম টুকু, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক প্রশান্ত কুন্ডু, দেশবাংলা সংবাদের সম্পাদক বাতেনুজ্জামান জুয়েল ও প্রকাশক মেহেদী হাসান সোহেল, আই ওয়ান টিভির সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী হীরা, সাংবাদিক শাওন করিম, রূপালী বাংলার সুজন হোসেন রিফাত, সাংবাদিক কাজী নাজমুল ইসলাম, সাংবাদিক রাকিবুল হাসান বাবুল, দৈনিক নবচেতনার সাংবাদিক শান্তা চৌধুরী, আলোকিত জনপদের সাংবাদিক সবুজ বালা, সাংবাদিক পরিমল চন্দ্র বনিক, সাংবাদিক মিহির লাল মৃধা, সাংবাদিক শাহালম রাব্বী, সাংবাদিক শামীম, সাংবাদিক আলী শেখ, সাংবাদিক মাহমুদুল, সাংবাদিক সোহেল শিকদার, সাংবাদিক বিপুল দাস, তৃতীয় মাত্রার সাংবাদিক জাহাঙ্গীর হাওলাদার, সাংবাদিক শেখ নাজমুল, সাংবাদিক শাহেন শাহ, সাংবাদিক নাঈমসহ আরও অনেকে।
দুপুরে সৌহার্দ্যপূর্ণ আপ্যায়নের পর রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন ও স্বপ্ন রিটেইলিং সুপার শপের সৌজন্যে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় লটারির আয়োজন। এতে মোট ৬৬টি পুরস্কার প্রদান করা হয়। তিনটি প্লেট ছিল সর্বোচ্চ পুরস্কার, দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হিসেবে দেওয়া হয় ২৭টি নুডুলসের কিং সাইজ প্যাকেট এবং তৃতীয় সর্বোচ্চ পুরস্কার ছিল ৩৬ প্যাকেট বিস্কুট।
মিলন মেলার শেষ পর্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা দেন—রাষ্ট্র মেরামতের চলমান ধারায় রাজৈরে কর্মরত সাংবাদিকরা দল-মত নির্বিশেষে সকল মতাদর্শের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উপহার দেবেন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা ও যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
কলমের শক্তিতে সত্যের যে দীপ্ত শপথ—এই মিলন মেলা তা আরও উজ্জ্বল করে রাজৈরের সাংবাদিক সমাজকে ঐক্য ও প্রত্যয়ের পথে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হয়ে রইল।
