মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ শুরু থেকেই ভিআইপি আসন হিসেবে পরিচিত ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসন। রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এ আসনের এমপি ছিলেন। রাজনীতিতে খুবই গুরুত্বপুর্ণ আসন এটি। এ আসনের নির্বাচনী হিসাব নিকাশও ভিন্ন। ভোটারদের মনোভাব কোন দিকে যাবে তা নির্ভর করে মুলত প্রার্থী মনোনয়নের উপর। সবসময় হেভিওয়েট প্রার্থীরাই এখানে নির্বাচন করে থাকেন।
গণঅভ্যুথানে শুরুতে কোটা আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি এই পীরগঞ্জেই। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন আবু সাঈদ। দু’হাত উঁচিয়ে বুক পেতে গুলিতে শহীদ আবু সাঈদ সারা বিশ্বে পরিচিত। তাই এই আসনের গুরুত্ব অনেক। আবু সাঈদের কারনে প্রধান উপদেষ্টা ড. ইউনুস, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমীর ড: শফিকুর রহমানসহ অনেক উপদেষ্টা, সরকারি উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন দলের প্রধানদের একাধিকবার আবু সাঈদের কবর জেয়ারতে এসছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের সংসদ নির্বাচনের ফলাফলে চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকলেও এবারের আত্মবিশ্বাসী তারা। অপরদিকে জাতীয় পার্টির দুর্বল মনোভাব ও প্রার্থীর দায়সারা নির্বাচন ভোটাররা ঝুঁকছেন জামাত-বিএনপির শিবিরে। ফলে ভোটারদের ভাষ্য, নির্বাচনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতিকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামী দল থেকে মনোনয়ন পেয়েছেন, দেশব্যাপী জননন্দিত বক্তা, জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, মজলিসুন মোফাচ্ছিরিন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী, পীরগঞ্জ ফাজিল মাদ্্রাসার সহকারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন। শিক্ষক ও সুরেলাকন্ঠের তাফসীর কারক হিসেবে স্থানীয়ভাবে জনপ্রিয় ও দেশব্যাপি ব্যাপক পরিচিতি তার। অপরদিকে বিএনপি থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম। তিনি উপজেলার মদনখালি ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান, তৃণমুল থেকে উঠে আসা বলিষ্ট নেতৃত্বের অধিকারী এবং তারেক রহমানের সাথে তার রয়েছে ঘনিষ্টতা। এ ছাড়াও জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর আলম মিয়া যাদু তিনি অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন নেতাকর্মিদেও অসহযোগিতার কারনে। জাপা নেতা কর্মিদের সাথে বারবার প্রতারনা করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।্ অন্যান্য প্রার্থীরা হচ্ছেন-হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ, ঈগল প্রতীকে এবি পার্টির ছাদেকুল ইসলাম, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে আবু জাফর মো: জাহিদ নিউ, ফুটবল প্রতীকে খন্দকার শাহিদুল ইসলাম, সূর্যমুখী ফুল প্রতীকে তাকিয়া জাহান চৌধুরী।
এ আসনটি এক সময় জাতীয় পার্টির শক্ত দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল। পরে তা আওয়ামী লীগের দুর্গে পরিনত হয়। পট পরিবর্তনের ফলে আওয়ামী লীগের দুর্গে এখন ধানের শীষ ও দাঁড়িপাল্লার জোয়ার বইছে। জাতীয় পার্টির প্রার্থীর চাইতে অনেকটা শক্ত অবস্থানে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী।
এ আসনে পর পর দু’বার এমপি, পর পর ৩বার উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল । তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে তার অনুসারীদের নির্দেশ দিয়েছেন। ফলে আ’লীগের নেতা-কর্মীরা অনেকেই বিএনপি’র দিকে ঝুঁকে পড়েছে। আ’লীগের নেতা-কর্মীদের বিশাল একটি অংশও নুর মোহাম্মদ মন্ডলের নিয়ন্ত্রণে। তাঁর ব্যক্তিগত ইমেজও দাঁড়িপাল্লার জয় লাভে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান জানান, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ১০২জন, পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬২৯ জন। এছাড়াও ৪জন তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার রয়েছে। উপজেলায় মোট ১১৩টি ভোট কেন্দ্র রয়েছে। ঝুঁকিপুর্ণের তালিকায় রয়েছে ২৯টি। রংপুর-৬ -পীরগঞ্জ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দিনের ভোট রাতে হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। আমরা প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারের কাছে গিয়েছি, ভোট দেয়ার যে প্রত্যাশা সেই প্রত্যাশা জেগে উঠেছে। দেশ পরিচালনার বিএনপি’র দীর্ঘদিনের সুনাম রয়েছে। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা, তা তারেক রহমানের প্রতি অতি মাত্রাই বেড়ে গিয়েছে। পরকালের ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষের ভোট আদায়ের চেষ্টা করছে একটি দল। মানুষের বিশ্বাস, এসব ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল আমিন বলেন, মানুষ এখন সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে পারছে। দীর্ঘদিনের স্বৈরাচারের দুঃশাসনে মানুষ যাতাকলে পিষ্ট হয়েছে। এসব মানুষের পাশে থেকে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়াও মাদকমুক্ত, শিক্ষার মানউন্নয়ন, বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান,পীরগঞ্জের খনিজ সম্পদ উত্তোলন সহ জনপ্রত্যাশা পুরণে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাবো। পীরগঞ্জে যে গণজোয়ার তৈরি হয়েছে, বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, প্রশাসন যেন কোনো বিশেষ দলের হয়ে কাজ না করে। ভোটাররা যেন নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সেই নিশ্চয়তা নির্বাচন কমিশনকে দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী সুলতান মাহমুদ জানান, হাতপাখা প্রতীকে জনগণের ভাল সাড়া পাচ্ছি। দেশ ও জনগনের কল্যানের জন্য আমরা রাজনীতি করি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি। প্রতারকদের ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হতে চায় না আমার দল।
জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী নুর আলম মিয়া যাদু বলেন, পীরগঞ্জের মানুষ লাঙ্গলে ভোট দিয়ে অভ্যস্ত, মহাজোটের কারনে তারা দীর্ঘদিন লাঙ্গলে ভোট দিতে পারে নাই, এবার সুযোগ পেয়েছে। পল্লিবন্ধু এইচ এম এরশাদের প্রতীক ‘লাঙ্গল’। যেখানেই যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রভাবমুক্ত নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
