ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় চাঞ্চল্যকর টিটো মন্ডল হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
January 27, 2026 1:53 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি: চাঞ্চল্যকর মাগুরা শালিখা উপজেলার গজদুর্বা গ্রামের কলেজ ছাত্র টিটো মন্ডল হত্যার আসামীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহত টিটো মন্ডলের মা আরিফা বেগম অভিযোগ করেন, আমার ছেলেকে গ্রাম্য দলাদলি থেকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ফাহিম মুসল্লি, রাতুল মোল্লা, সাব্বির মোল্লা, রেজওয়ান মোল্লা ও মনিরুল মোল্লা সহ ১১ জন মিলে পরিকল্পিত ভাবে পহেলা জানুয়ারি রাত ৯ টার দিকে ফোন দিয়ে ডেকে নিয়ে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ গত ২ জানুয়ারি টিটো হত্যাই জড়িত ফাহিম, রাতুল ও সাব্বিরকে আটক করে অন্য আসামিদেরকে বাদ দিয়ে তাদের তিন জনকেই এজারভুক্ত আসামি করে। অনেকটা জোর এবং পেশার দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে মামলার বাদী হিসেবে ওই এজাহারে তার স্বাক্ষর করিয়ে নেন । খুনের সাথে জড়িত অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তদন্তকারী কর্মকর্তা সুমিত রায় তাদেরকে আটক করছে না।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সুমিত রায় বলেন, মামলার তদন্ত চলছে। অন্য কেউ জড়িত থাকলে তাকে আটক করা হবে।
টিটো হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে আহত হওয়া তার চাচা ডলার হোসেন শাকিল বাদী হয়ে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মাগুরা আদালতে আটককৃত তিনজন সহ ১১ জনকে আসামি করে আদালতে একটি সিআর ১৫/২৬ মামলা দাখিল করেছেন। এ মামলায় বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
নিহত টিটোর পিতা মালয়েশিয়া প্রবাসী টোকন মন্ডল তার একমাত্র পুত্র হত্যায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
টিটো হত্যার এজাহারে জোরপূর্বক স্বাক্ষরের বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, বানোয়াট কথাবার্তা ও ভিত্তিহীন, সেখানে আমার কোন স্বাক্ষর নেই। যে ভাবে বাঁদীর এজাহার পেয়েছি সেভাবেই মামলা হয়েছে। আসামীরা আটক হয়েছে এবং বর্তমানে কারাগারে রয়েছে।