স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ব্রিজ এলাকায় অবস্থিত মহম্মদপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সেমিনারের
আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাসেল মোল্লা-এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহানুর জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ বাবলুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ও মাগুরা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রব, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল,ওসিউজ্জামান বুলবুল,অধ্যাপক আমিনুর রহমান কলেজ , অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুজন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মাওলানা আব্দুল বাকি শিকদার। সমাবেশে বক্তারা অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ,নিয়মিত যোগাযোগ এবং পারিবারিক সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বিদ্যালয় ও অভিভাবকদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
