Wed. Nov 27th, 2024

বোরহানউদ্দিনে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত। 

এএসটি সাকিলঃ- চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা ও তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেভোলা পলিটেকনিক ইনস্টিটিউট  শিক্ষার্থীরা। এ সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।
বুধবার (২৭ নভেম্বর) জোহর নামাজ শেষে হাফেজ আবু বকরের ইমামতিতে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট” সামনের মাঠে গায়েবানা জানাজা আদায় করেন তারা। জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
 ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট” শিক্ষার্থী নাজিরুল ইসলাম নাইম বলেন বাংলার জমিনে হিন্দু মুসলিমের লোকেরা সাম্প্রদায়িক সস্প্রীতি বজায় রেখে বসবাস করছে। কিছু স্বৈরাচারের দোসরা সাইফুল ভাইকে হত্যার মাধ্যমে সম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা সচেতন আছি। তারা কোনভাবে সেটা পারবে না।
আরেক শিক্ষার্থী মোঃ হান্নান বলেন দিল্লি থেকে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। আমরা সেই  উস্কানিতে পা দিব না। ৫ আগস্টের পর ফ্যাসিস্টরা নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে। আমরা তাদের সেই সুযোগ দিবোনা।
যুগের পর যুগ এই দেশের মানুষ সম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে বসবাস করে আসছে। এখানে ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা আইনজীবী সাইফুল ভাইয়ের মৃত্যুর সাথে জড়িতদের অতিসত্বর ফাঁসির মঞ্চে দেখতে চাই।

Related Post

Leave a Reply