ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুতুবপুর সদরা আমিনিয়া সিনিয়র আলিম মাদ্্রাসা অধ্যক্ষ ও ইবতেদায়ি প্রধানের বিরুদ্ধে জাল সনদ, অর্থ আত্মসাৎ, নারী ঘটিত অপরাধসহ নানা অভিযোগ

Mahamudul Hasan Babu
December 9, 2024 11:12 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুতুবপুর সদরা আমিনিয়া সিনিয়র আলিম মাদ্্রাসার অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম ও ইবতেদায়ি প্রধান আইয়ুব আলীর বিরুদ্ধে তথ্য গোপন করে জাল সনদে এমপিও ভুক্তকরণ, বিধি বর্হিভূত ভাবে জমি রেওয়াজ বদল, ভূতপুর্ব সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন, টিউশন ফি, প্রতিষ্ঠানের জমি ও দোকান ঘর লীজ এবং ভাড়ার টাকাসহ নিয়োগের লোভ দেখিয়ে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়াও ওই মাদ্্রাসার শরীরচর্চা শিক্ষিকা সুলতানা বেগমের সাথে অশালীন আচরনের অভিযোগ রয়েছে। ইতোমধ্য মাদ্্রাসার গভর্ণিং বডি অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের পর চুড়ান্ত বরখাস্ত পুর্বক মাদ্্রাসা বোর্ডের চেয়ারম্যান বরাবরে আপীল এন্ড আরবিট্রেশন বোর্ডের নির্দ্ধারিত ’ফি’ সহ অনুমোদনের কাগজপত্র প্রেরণ করেছে। পাশাপাশি ইবতেদায়ি প্রধানকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছে। মাদ্্রাসার সহকারি অধ্যাপক আব্দুল ওহাবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে বরখাস্ত হওয়া অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম বিধি বর্হিভূতভাবে সাময়িক ও চুড়ান্ত বরখাস্তের অভিযোগ জানিয়ে উপজেলা নির্বাহী বরাবরে অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহীর কার্যালয়ে তদন্ত চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে দাখিলকৃত অভিযোগে জানা গেছে, ইবতেদায়ি প্রধান আইয়ুব আলী ২০০৮ সালে সহকারি গ্রন্থাগার হিসেবে নিয়োগ লাভ করেন। এ সময় তার দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলে তৃতীয় বিভাগ উল্লেখ থাকলেও পরবর্তিতে ২০০৯ সালে ইবতেদায়ি প্রধান হিসেবে দাখিল, আলিম ও ফাজিলের ফলাফলে দাখিল ও ফাজিলে দ্বিতীয় বিভাগ উল্লেখ পুর্বক নিয়োগ লাভ করে। এমপিওভুক্তির শর্ত পুরণে আইয়ুব আলী শিক্ষক নিবন্ধণ সনদও প্রতিষ্ঠান প্রধানের নিকট দাখিল করেন। অথচ শিক্ষাগত যোগ্যতার সনদের ফলাফলে ৩টিতে তৃতীয় বিভাগ থাকলে নিবন্ধণ পরীক্ষায় অংশগ্রহনে বিধান নেই। ২০১৬ সালে অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম ইবতেদায়ি প্রধানের সকল সনদ যাচাইয়ে মাদ্্রাসা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (গোঃ) বরাবরে চিঠি প্রেরণ করে। উপ পরীক্ষা নিয়ন্ত্রক ০২/১০/২০১৬ তারিখে বামাশিবো, পরী/গোঃ/সনদ(গোঃ)/যাচাই/২১২০(২) স্বারকে অধ্যক্ষের প্রেরিত সনদের সাথে মাদ্্রাসা বোর্ডে সংরক্ষিত সনদের মিল নাই বলে অধ্যক্ষ বরাবর চিঠি প্রেরণ করেন। উপ পরীক্ষা নিয়ন্ত্রকের পত্র প্রাপ্তির পর অধ্যক্ষ আইয়ুব আলীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ১০/০১/২০১৭ তারিখে এজাহার দাখিল করেন। পরবর্তিতে সকল তথ্য গোপন রেখে মোটা অংকের উৎকোচের বিনিময়ে থানা থেকে এজাহার প্রত্যাহার পুর্বক ২০২১ সালের সেপ্টেম্বরে আইয়ুব আলীকে ইবতেদায়ি প্রধান হিসেবে এমপিওভুক্ত করেন অধ্যক্ষ।
এছাড়াও চলমান অর্থবছরে মাদ্্রাসার আবাদি জমি ও ৩৬টি দোকান ঘর লীজসহ দোকান ঘর ভাড়ার ৮ লাখ টাকা, ভুতপুর্ব সভাপতি মুনছুর আলীর স্বাক্ষর জাল করে পৃথক ২টি ব্যাংকের মাদ্্রাসার ২টি পৃথক একাউন্ট থেকে ১ লাখ ৬ হাজার ৯শ’ টাকা উত্তোলন, একাধিক টিউশন ফি, বিধি বর্হিভূতভাবে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া গভর্ণিং বডির ভূয়া রেজুলেশন দেখিয়ে ৫ লক্ষাধিক টাকার মুল্যবান ’ডাঙ্গা’ জমি ইবতেদায়ি প্রধানের স্ত্রীর লাখ টাকা মুল্যের ’ডোবা’ জমির সাথে রেওয়াজ বদল করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে। বিগত গভর্ণিং বডির সদস্য হারুন অর রশিদের নিকট তার ভাতিজাকে কর্মচারী পদে নিয়োগের লোভ দেখিয়ে ৮ লাখসহ অফিস সহায়ক পদ বাতিল হলেও পেপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক ব্যক্তির নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
মাদ্্রাসার শরীরচর্চা শিক্ষিকা সুলতানা বেগমকে অফিস কক্ষে ডেকে অশালীন আচরণ করায় অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের মে মাসের ১৪ তারিখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মন্ডলের প্রতিবেদনের আলোকে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৩-এ মোকদ্দমা চলমান। এছাড়াও এনটিআরসিএ নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষিকা মিনি আক্তারকে এমপিওভুক্ত করতে হয়রানির অভিযোগ রয়েছে। অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ফরিদা পারভিনকে ইবতেদায়ি মৌলভি শিক্ষক দেখিয়ে নবসৃষ্ট অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নাসরিন আকতারকে এমপিও ভুক্ত করা হয়েছে।
সকল অভিযোগের প্রেক্ষিতে ৩০ জুন মাদ্্রাসার গভর্ণিং বডি অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন। সহকারি অধ্যাপক আব্দুল ওহাবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। ১১ জুলাই গভর্ণিং বডির সিদ্ধান্ত মোতাবেক ১৯৭৯ এর বিধি ১৪ (২) অনুযায়ী ৩ সদস্য কমিটির প্রতিবেদনে ১৪ আগষ্ট অধ্যক্ষকে চুড়ান্ত বরখান্ত করা হয়।
এ প্রসঙ্গে সদ্য বিলুপ্ত গভর্ণিং বডির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য শাহাদত হোসেন ও তৌহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওহাব জানান, অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম ও ইবতেদায়ি প্রধান আইয়ুব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ ষ্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ইবতেদায়ি প্রধানের বেতন-ভাতা বন্ধ রয়েছে, অধ্যক্ষ অর্ধেক বেতন ভাতা উত্তোলন করেন।
ইবতেদায়ি প্রধান আইয়ুব আলী জানান, ভয়ভীতি প্রদর্শনের ফলে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকছি, এর আগেও আমাকে শারিরিকভাবে মারপিট করা হয়েছে। দাখিল, আলিম, ফাজিলে তৃতীয় শ্রেণী হলেও কামিলে দ্বিতীয় বিভাগ রয়েছে। ইবতেদায়ি প্রধান পদে ২০১০ সালে শিক্ষক নিবন্ধণ বিধান ছিল না।
অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। বিধি বর্হিভূতভাবে সাময়িক ও চুড়ান্ত বরখাস্ত করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের ৬ মাসের মধ্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের বিধান থাকলেও মুলত শরীরচর্চা শিক্ষক সুলতানা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ মাস পরে নিয়োগ গ্রহন করে এবং সে সময়ে শরীরচর্চা শিক্ষক হিসেবে বিপিএড সনদ ছিল না, চাকুরী প্রাপ্তির পর বিপিএড সনদ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অডিট আপত্তিতে শরীর চর্চা শিক্ষকের বিল ২০১৬ সালে বন্ধ করা হয়। গভর্ণিং বডির সভাপতি সেই বিল ছাড়ে চাপ প্রয়োগ করলে দ্বন্দ্ব শুরু হয়। এছাড়াও ৬৭ বছর বয়সে নাইট গার্ড রইচ মিয়ার বেতন-বিল নিয়ে জঠিলতা দেখা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পৃথক পৃথক লিখিত অভিযোগ তদন্তাধীন রয়েছে।