Sun. Dec 22nd, 2024

ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ১জনের জেল

রবিউল আলম বাদল  ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন নামে এক যুবকে  একমাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কিশোর কুমার দাস। শনিবার (১৪ডিসেম্বর) দুপুরে এ কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস জানান উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ফকির বাড়ি আইনের  তোয়াক্কা না করে    বনবিভাগ জায়গার মাটি কাটেন।এবং কি প্রশাসন কে জড়িয়ে নানা ভাবে কটুক্তি করেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাকে আটক কেরন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে ভ্রাম্যমন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস জানান  পাহাড়ের লালমাটি কাটার দায়ে  তাকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে

Related Post

Leave a Reply