ঢাকাThursday , 26 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Mahamudul Hasan Babu
December 26, 2024 2:56 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় ও ছিন্নমুল মানুষের মধ্যে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ছিন্নমুল শীতার্তদের মধ্যে ৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র পরিচালক অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন ও ফাউন্ডেশন’র উপ-পরিচালক মোঃ রবিউল ইসলাম। এ সময় মেজর নাসির উদ্দিন বলেন, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন একটি মানবকল্যাণমূখী ফাউন্ডেশন। এটি উত্তরা,ঢাকায় অবস্থিত। শিক্ষা, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ^মানবতার কল্যাণেই এর যাত্রা। উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের সদস্যবৃন্দ শীতবস্ত্র বিতরণকালে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন। এসময় শান্ত- মারিয়াম ফাউন্ডেশন’র পরিচালক মেজর নাসির উদ্দিন, উপ-পরিচালক রবিউল ইসলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর আটোয়ারী উপজেলা এজেন্ট প্রতিনিধি গোলাম রব্বানী, বোদা উপজেলা এজেন্ট প্রতিনিধি লিহাজ উদ্দীন(মানিক) আটোয়ারী উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ তমিজ উদ্দীন, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোস্তফা কামাল সরকার সহ সৈনিক সেবা সংঘের অন্যান্য সদস্যবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।