ঢাকাWednesday , 8 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টিলা কেটে মাটি বিক্রি, হুমকিতে পরিবেশ জীববৈচিত্র”

Mahamudul Hasan Babu
January 8, 2025 12:13 pm
Link Copied!

রবিউল আলম বাদর (টাঙ্গাইল)ঘাটাল থেকে:-পরিবেশ আইন অমান্য করে খননযন্ত্র দিয়ে সংরক্ষিত পাহাড়ি টিলার মাটি কেটে বিক্রির যে ধারাবাহিকতা চলছিল, তা এখনো অব্যাহত টাঙ্গাইলের ঘাটাইলে। স্থানীয়রা বলছেন, এ মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়, সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ এবং জমি ভরাটের কাজে।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১২-এর ৬ ধারা) অনুযায়ী প্রাকৃতিকভাবে সৃষ্ট টিলা ও পাহাড় কাটা বা নিধন অথবা শ্রেণী পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কিছু অসাধু মাটি ব্যবসায়ীরা সংরক্ষিত বনাঞ্চলের লাল মাটির :পাশাপাশি ছোট ছোট টিলাও কেটে বিক্রি করে দিচ্ছেন। টিলার মাটিবাহী ভারী ট্রাকের চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় গ্রামীণ সড়ক এবং ধুলোবালি উড়ে সমস্ত গ্রামে ছড়িয়ে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি করছে।
স্থানীয়দের অনেকে  জানান, উপজেলার প্রভাবশালী জনগোষ্ঠী, স্থানীয় লোকজন এবং প্রশাসনিক সহায়তায় টাকার লোভে নির্দ্বিধায় টিলা কেটে ফেলায় উজাড় হচ্ছে বিস্তীর্ণ সবুজ বন। পাহাড়ি ভূমির এ বাণিজ্যিকীকরণে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ ও হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। এতে তৈরি হচ্ছে ভূমিধ্বস সহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি। আবাসন ও খাদ্য সংকটে পড়ছে বন্যপ্রাণী।
উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ধলাপাড়া দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, লক্ষিন্দর, সাগরদিঘী, সংগ্রামপুর সহ অন্তত ৮টি ইউনিয়নভুক্ত অঞ্চল জুড়ে রয়েছে উর্বর লাল মাটি ও ছোট ছোট টিলা। স্থানীয়দের ভাষ্য, অনেকটা প্রকাশ্যেই চলছে নির্বিচারে এসব টিলা কাটা। প্রভাবশালীদের ছত্রছায়াতেই চলছে প্রাকৃতিক সম্পদ ধ্বংসের এই মহোৎসব।
সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া এলাকায় গিয়ে পাওয়া যায় উঁচু টিলা কেটে মাটি নিয়ে যাওয়ার ক্ষতবিক্ষত চিহ্ন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি রাতেই টিলার মাটি কেটে সমতল করা হচ্ছে। অচিরেই এলাকার টিলাগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে এবং এতে করে দ্রুত বদলে যাচ্ছে ভূ-মানচিত্র। প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে এখনই টিলা কাটা বন্ধে জরুরী ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা নেয়া দরকার।
স্কুল শিক্ষক আবু জাফর তুহিন বলেন, টিলা কাটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানান, কখনো স্থানীয়দের বাঁধার সম্মুখীন হন মাটি ব্যবসায়ীরা। মাঝেমধ্যে দায়সারা অভিযান পরিচালনা করে জরিমানা-কারাদন্ড দিতেও দেখা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু এর কোনোকিছুই অসাধু মাটি ব্যবসায়ীদের হিংস্র থাবা থেকে টিলাকে রক্ষা করতে পারছে না।
ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম এ বিষয়ে দৈনিক ভোরের কাগজকে বলেন, বিষয়টি আমি নানান সূত্র থেকে জানতে পেরেছি। বিষয়টি ঘাটাইল থানা পুলিশের সহযোগিতায় পাহাড়ি অঞ্চলের টিলা কেটে বিক্রি বন্ধে জরুরী ব্যবস্থা গ্রহণ করছি। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।