বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাফুফের গভর্নমেন্ট রিলেশন্স কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ কে জাতীয়তাবাদী যুবদল বোদা উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে চত্তরে আয়োজিত সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদার রহমান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সোহেল রানা সহ যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সঠিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তিনি আরো বলেন দলীয় বিবেচনায় নয় ভালো খেলোয়াড় তৈরি করতে ফুটবল ফেডারেশন কে শক্তিশালী করা হবে।