চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল ‘আলাওল হল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনের মাধ্যমে ‘বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উৎসব-২০২৫’ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য বলেন, উচ্চতর বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিকভাবে সুস্থ থাকেন এবং শৃঙ্খলার মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। উপাচার্য আরও বলেন, শরীরকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ শরীর ও প্রফুল্ল মনের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি লেখাপড়ায় সাফল্য লাভের পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায় সুকৃতি রেখে জীবনে নবতর অনুপ্রেরণা সৃষ্টি করবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে সকলকে সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে চবি আলাওল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয়ের পতাকা, আলাওল হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ বিশ্বজিৎ রায়। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইনকে এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ মোঃ বায়েজিত ইসলামকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। আলাওল হলের আবাসিক শিক্ষক দলের টিম ম্যানেজার মিঠু রঞ্জন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ মোঃ আবদুল বেলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হলের আবাসিক শিক্ষার্থী আশরাফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন হলের আবাসিক শিক্ষক ড. মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, আলাওল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।