আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭)এর ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম সেমি ফাইনাল ম্যাচে উপজেলার ৬ নং ষোলটাকা ইউপি ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ৫ নং বামন্দী ইউপি ফুটবল দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
একইমাঠে পরবর্তী ২য় ম্যাচে বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে ২নং তেতুলবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-২ গোলে হারিয়ে রাইপুর ্ইউনিয়ন ফুটবল একাদশও ফাইনালে জায়গা করে নিয়েছে।
তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী হাইস্ক’ল ফুটবল মাঠে আজ বৃহস্পতিবার দুপুর ২-৩০ মিনিটের সময় টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব উদযাপনে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)এর পরামর্শ ও দিক নির্দেশনায় ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। খেলায় খেলোয়াড় বাছাই ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুটবল টুর্র্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিরুল ইসলাম অল্ডাম, রেফারী মাহবুবুল হক, ছাত্র সমন্বয়ক মোজাহিদুল ইসলাম ও সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বামন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান শাহ আলম, রায়পুর ইউপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম ষোলটাকা ইউপির প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন, তেতুঁলবাড়ীয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন পুরুষ ও মহিলা ইউপি সদস্য ।
ফুটবল টুর্নামেন্ট এর আহ্বায়ক হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিস্ট ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আজমাইন হোসেন প্রমুখ।
ফুটবল খেলা পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী, সাজেদুর রহমান সজল, পারভেজ হোনেন, সজীব হোসেন জয় প্রমুখ।
অন্যদিকে গাংনী উপজেলা পরিষদ ক্যাম্পাসে ভলিবল টুর্নামেন্টের সেমি ফাইনাল লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রধান অতিথি হিসেবে ভলিবল টুর্নামেন্ট এর সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। এসময় গাংনী উপজেলা পরিষদের বেশীরভাড় দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ভলিবল খেলা শুরু হয়। খেলায় গাংনী পৌরসভা দল, তেতুলবাড়ীয়া ভলিবল দল, সাহারবাটি ভলিবল দল, মটমুড়া ভলিবল দল, ধানখোলা ভলিবল দলের মধ্যে লীগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট তালিকায় গাংনী পৌরসভা দল ও তেতুলবাড়ীয়া ভলিবল দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।খেলা পরিচালনায় ছিলেন, আতর আলী, সুলেরী আলভী। রেফারীর দায়িত্ব পালন করেন এস এম সায়েম পল্টু, ও মশিউর রহমান বাজু।
আগামীকাল শুক্রবার বিকাল ৩ টার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।