ঢাকাTuesday , 25 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ইরি ধানের সাথে শত্রুতা

Mahamudul Hasan Babu
March 25, 2025 3:40 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে ইরি ধানের জমিতে জ্বালানি বিষ প্রয়োগ করে জ্বালিয়ে দেয়া হয়েছে রোপণকৃত চারা, ৪ ব্যক্তির নামে থানায় অভিযোগ। উপজেলার বড় ফলিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে মনিরুল ইসলাম সোমবার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড় ফলিয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে আব্দুস সাত্তার মন্ডল একই মৌজার জেএল নং-৪৩, খতিয়ান নং-১২৮, দাগ নং-৪৮৯, নতুন দাগ নং-৭৬০, জমি-৩৭ শতক জমির মৃত আনছার আলী ছেলে মনিরুল ইসলাম ও কবিরুল ইসলামের নিকট বিক্রি করে। উক্ত জমি ক্রয়ের পর থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন ক্রেতারা। যাহারা দলিল নং ৫৮৩৪ তারিখ ০১/০৩/১৯৯৭ ইং।
বিক্রেতা আব্দুস সাত্তারগং এর নামে উক্ত ক্রয়কৃত জমি ভুলবশত রেকর্ড হলে তার ওয়ারিশগন নিজেদের জমি দাবি করে গত ২০ /০৩/২৫ ইং তারিখে রাত্রি অনুমান ১১ ঘটিকায় জ্বালানি কীটনাশক স্প্রে করে। এতে করে প্রায় ৫০ হাজার টাকার আবাদি ইরি ধানের চারা জ্বালানি পুড়িয়ে যায় বলে জানা যায়। এ বিষয়ে ক্রেতা মনিরুল ইসলাম পীরগঞ্জ থানায় ৪ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন আব্দুল আজিজ মন্ডলের পুত্র মোঃ আজিজুল ইসলাম (৪২), মৃত আব্দুর রউফ মন্ডলের পুত্র মোঃ মাহাবুবার রহমান মশফিকুর (৩০), মৃত মহাসেন আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫৫) এবং আজিজুলের পুত্র মোঃ মেজবাহুর রহমান (২০)।
মনিরুল ইসলাম জানান, উল্লেখ ৪ ব্যক্তি আমার ধানের জমির ক্ষতি করেছে, আমি তাদের বিচার চাই। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক মিয়া জানান, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।