ঢাকাThursday , 27 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার নিখোঁজ হওয়া স্ত্রীকে খুঁজে পেতে বোয়ালমারী থানায় স্বামীর জিডি

Mahamudul Hasan Babu
March 27, 2025 12:30 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার নিখোঁজ হওয়া স্ত্রীকে খুঁজে পেতে, ফরিদপুরের বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন আবু সোহেল (৩৫)। সে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালী বালীখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিঁখোজ হওয়া স্ত্রী একই ইউনিয়নের বোধখানা দক্ষিণপাড়া গ্রামের খাইরুল হকের মেয়ে শিখা খাতুন (২৪)। তার উচ্চতা ৫.১ফুট, গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, চোখ মোটা ভুরু, নাক খাটো, কপাল প্রসস্থ, মাথায় ওড়না ছিলো।
‎ঘটনা সূত্রে জানা যায়, স্বামী সোহেল তার জীবনের তাগিদে প্রায় ৫ বছর পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে ভাই ভাই রিসাইকেলিং ভাঙ্গারি স্টোরে ম্যানেজার হিসেবে কর্মরত হওয়ার পর ৩ বছর যাবৎ স্ত্রী ও আড়াই বছরের ১ সন্তান নিয়ে বসবাস করত। সোহেল প্রতিদিনের ন্যায় সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় কর্মস্থলে গেলে হঠাৎ করে সাড়ে ৭টার একই বাড়ির অপর ভাড়াটিয়া ঘরে ছেলের কান্নাকাটি করতে দেখে সোহেলের স্ত্রী শিখাকে খুঁজে না পেয়ে সোহেলকে জানালে তাৎক্ষনিক বাসায় এসে আসেপাশের বিভিন্ন স্থান সহ আত্নীয়দের বাসায় খোঁজ খবর নিয়ে না পেয়ে অবশেষে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ১১১৪। তাং ২৬/০৩/২০২৫ ইং। নিখোঁজ হওয়া শিখা খাতুনের খোঁজ পেলে তার ০১৯৩০৪৯৯৬৪০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবার।