ঢাকাThursday , 10 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে যৌথ বাহিনীর হাতে ডলার, দেশীয় অস্ত্র সহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

Mahamudul Hasan Babu
April 10, 2025 12:26 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে ডলার ও দেশীয় অস্ত্র সহ ৩ জন প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে মামলা রুজুর পর ধৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
টহল দলের সদস্য এসআই শরিফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল রাতে টহলে দিচ্ছিল। এ সময়ে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ওভার ব্রীজের দক্ষিণ মাথায় মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে একটি ইজি বাইক সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ ভর্তি ডলারের বেশকিছু বান্ডিল ও দেশীয় ধারালো অস্ত্র দা, ছুরি (ডেগার) দেখতে পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো-গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার তুলসিঘাটের মৃত আবুল কাশেমের ছেলে ইনছাদ আলী (৫০), কৃষ্ণপুরের মৃত মনছুর আলীর ছেলে লিচু মিয়া (৪০) ও বুজরুক পাটানোচা’র মমিনুরের স্ত্রী শিল্পী বেগম।
ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা প্রতারক চক্রের সদস্য। প্রায় ৩০টি বান্ডিলের উপরে ও নীচে আসল ৬৭টি ডলার থাকলেও ভিতরে টাকার সাইজে সাদা কাগজে বান্ডিল তৈরী করা ছিল। মামলা রুজুর পর ধৃতদের আদালতে সোর্পদ করা হয়।