ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাতুন্নবী(সা.) মাহফিল

Mahamudul Hasan Babu
October 8, 2025 11:14 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মহানবী হযরত মুহাম্মদ(সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার লক্ষ্যে সিরাতুন্নবী(সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার রাখালদেবী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী’র আলোয়াখোয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মাইনুদ্দীন। আলোয়াখোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আহসান হাবিব-এর সঞ্চালনায় মাহফিলে প্রধান মুফাস্সির হিসেবে তাফ্সীর পেশ করেন পঞ্চগড় নুরুল আলা নূর কামিল মাদরাসার অধ্যাপক ও মাজলিসুল মুফাস্সেরিন পঞ্চগড় জেলা সভাপতি মুহাদ্দিস মুহাম্মদ মাজিদুর রহমান। মাহফিলে প্রধান অতিথি হিসেবে সিরাতুন্নবী (সা.)এর তাৎপর্য আলোচনা করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রিয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি ছাত্র নেতা মোঃ বদরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ সোহরাব হায়দার কাদেরী, মাওঃ সাদেকুল ইসলাম, মাওঃ জয়নুল আবেদিন, মাওঃ হাসিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সা.) ছিলেন মানবতার মুক্তির দিশারী। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওঃ ইউনুস আলী খাঁন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। তাঁর আদর্শ ও জীবনধারা অনুসরণেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, বর্তমান সমাজ নৈতিক অবক্ষয় রোধে নবীর শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সীরাতের শিক্ষা গ্রহণ ছাড়া মুক্তি নেই।