মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি সীরাতুন্নবী (সা.) উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি (তরবিয়াত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোন্নাফ হোসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি
রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাদশা।
