ঢাকাSaturday , 25 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
October 25, 2025 2:56 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজার থেকে দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ।
গত ২৩ অক্টোবর বিকাল অনুমান সাড়ে ৪ টার দিকে কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানা এলাকা হতে একটি কলো রংয়ের সুজুকি জিক্সার মোটর সাইকেল চু’রি হয়।ওই ঘটনাটির সংবাদ পেয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ এর দিক নির্দেশনায় তিতাস থানার চৌকস অফিসার পিএসআই (নিঃ)/মঞ্জুর হোসেন, এএসআই(নিঃ)/রাজিব কুমার দাস ও সংগীয় ফোর্স সহ গুপ্তচর ও তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধানের এক পর্যায়ে গত ২৪ অক্টোবর ভোর রাতে বাতাকান্দি বাজারস্থ হযরত আলী চায়ের দোকানের নিকট আসামী সাইফুল ইসলাম(২২), পিতা- মোঃ ইসমাইল, সাং- বাতাকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লার দখল হইতে মোটর সাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করেন ও জিজ্ঞাসাবাদে সুজুকি মোটর সাইকেলটি তার সহযোগী আসামীদের সহয়তায় চুরি করিয়া আনিয়াছেন বলিয়া স্বীকার করেন।তাকে জিজ্ঞাসাবাদ করিয়া তার মোটরসাইকেল, ‘চুরি চক্রের আর এক সদস্য আসামী মো. কাইয়ুম (১৯),পিং-মো.কামাল,সাং- মজিদপুর,থানা- তিতাস, জেলা- কুমিল্লাকে একই পুলিশ টিম গ্রেপ্তার করে। বি-পাড়া থানা পুলিশ এর নিকট উদ্ধারকৃত মোটরসাইকেল ও আসামীদের হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ।