এস এ ডিউক ভূইয়া- তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে ২০২৫ -২৬ অর্থবছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, মসুর বীজ ও সার বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।
