নিউজ ডেস্ক: ডাইংপাড়া ব্যবসায়ী বণিক সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা অডিটরিয়ামে আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গোদাগাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু বিষয় সিদ্ধান্তগৃহীত হয় তার মধ্যে ১। কোন ব্যক্তি নতুন ব্যবসা শুরু করলে সমিতিকে অবহিত করতে হবে। ২। দোকানঘর ভাড়ার মেয়াদ শেষে নতুন করে নবায়ন করতে ১৫% এর বেশি ভাড়া বৃদ্ধি করা যাবে না। ৩। ঘরের মেয়াদ শেষে নতুন করে নবায়ন করার সময় পূর্বের জামানত বহাল থাকবে, নতুন করে জামানত গ্রহণ বা প্রদান করা যাবে না। ৪। দোকানঘর নেয়ার সময় চুক্তিপত্রে সমিতির সভাপতি/ সম্পাদকের স্বাক্ষর থাকতে হবে এবং প্রতিটি চুক্তিপত্র একই রকম হতে হবে। কারও মনগড়া চুক্তিপত্র লিখলে তা গ্রহণযোগ্য হবে না। ৫। কোন ব্যবসায়ী মৃত্যুবরণ করলে সকল দোকানঘর বন্ধ রেখে জানাযায় অংশগ্রহণ করতে হবে। ৬। সমিতির মাসিক চাঁদা নিয়মিত পরিশোধ করতে হবে, অনাদায়ী সদস্যদের ৩টি নোটিশ প্রদান করা হবে। নোটিশের পরেও যদি চাঁদা নিয়মিত না দেন তাহলে তার সদস্যপদ রহিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, গোদাগাড়ীর ব্যবসায়ীদের মানসম্মত প্রডাক্ট রাখতে হবে, বিক্রয় অবশ্যই সাশ্রয়ীমূল্যে করতে হবে যেন রাজশাহী কিংবা চাঁপাই থেকে ক্রেতারা এসে বাজার করে নিয়ে যায়। কোন ক্রেতা যেন প্রতারিত না হয়। কারও কোন সমস্যা হলে প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন তিনি।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                