ঢাকাFriday , 31 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফশীল ঘোষণা

Mahamudul Hasan Babu
October 31, 2025 4:40 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ প্রেক্লাবের দ্বি-বার্ষিক র্বাচন-২০২৫ এর তফশীল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন ৩ কমিশনারের উপস্থিতিতে এ তফশীল ঘোষনা করা হয়।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২২ নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১ ও ২ নভেম্বর এবং জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর বিকেল ৪ পর্যন্ত। যাচাই বাছাই হবে ৩ নভেম্বর, আপিল আপত্তি ৪ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৫ নভেম্বর এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর বিকেল ৪ ঘটিকা।
এসময় নির্বাচন কমিশন জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন, যেখানে জ্যেষ্ঠ ও নবীন সংবাদকর্মীরা কাজ করছেন স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে। তফশীল ঘোষণার পর থেকে সকস্যদের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে।
প্রকাশ থাকে জ্যেষ্ঠ সাংবাদিক হাসান আলী প্রধান, এম এ গনি ও আজাদুল ইসলাম নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবে। উক্ত তফসির ঘোষনায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগল উপস্থিত ছিলেন।