ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে-৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 1, 2025 8:20 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়  মাগুরা প্রতিনিধি।মাগুরার মহম্মদপুরে পালিত হয়েছে ৫৪-তম জাতীয় সমবায় দিবস।(১নভেম্বর) শনিবার সকালে “সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্য নিয়ে
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়।র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী।সাপ্তাহিক মহম্মদপুর বার্তা পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম,
সাব্বির হাসান,সহকারী কমিশনার (ভূমি),শালিখা-মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সাংবাদিক আবুল খায়ের রনি এবং সমবায় সমিতির নির্বাহী সদস্য মিতু খাতুন প্রমূখ।বক্তারা বলেন,সমবায় আন্দোলনই পারে গ্রামীণ অর্থনীতিকে সুসংগঠিত করতে এবং সমাজে ন্যায়ভিত্তিক উন্নয়নের ধারা গড়ে তুলতে।সমবায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।