ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে পার্লামিন্টোরিয়ান বিতর্কের মাধ্যমে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু

Mahamudul Hasan Babu
November 1, 2025 10:52 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:  শিক্ষার্থীদের ও মনন বিকাশ, যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ বাংলাদেশে মেধাবী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে
শনিবার দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগার ভাষা ও বির্তক ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ছয়টি বিদ্যালয়ের সমন্বয়ে পার্লামেন্টারিয়ান বির্তক প্রতিযোগিতা। এতে স্পিকারের দ্বায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
এর আগে তিনি, প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে পঞ্চগড় নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য এ্যাড. আহসান হাবীবের সঞ্চালনায় ও আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নানা মব চলছিল। শিক্ষকদের দ্বায়িত্ব থেকে সড়িয়ে দেয়া হচ্ছিল। এসব থেকে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ভাষা ও বির্তক ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এখানে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দেয়া হবে। যাতে করে তারা ভাষা শিখে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নিজের কর্মসংস্থান তৈরী করতে পারে।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রায় ৬৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথম ভাষা এবং বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগষ্ট বিপ্লবের পর এই ঐতিহ্যবাহী পাঠাগারটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ের তরুণদের দাবীর প্রেক্ষিতে নজরুল পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। এটা একটি নতুন এবং দৃষ্টান্তমুলক উদ্যোগ।