ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
November 1, 2025 11:02 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:  “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয় এবং “সমবায় শক্তি, সমবায়ই মুক্তি ” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিতহয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার ( ১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উেেত্তালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
প্রতিশ্রুতি কৃষক সমবায় সমিতি লি: এর সভাপতি মোঃ নাজিম কিবরিয়া’র সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথিদের বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ), অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী কেন্দ্রিয় সমবায় সমিতির সাবেক সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মুহাঃ বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার, আটোয়ারী অটোবাইক মালিক সমবায় সমিতির সভাপতি শাহাদত হোসেন সাজ্জাদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়,সামাজিক বন্ধন সুদৃঢ় করারও মাধ্যম।
আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।