আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম এখন কেশবপুর উপজেলার ধর্মপুর বটতলা মাদানী তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী, খেলার উপকরণ ও দুপুরের খাবার সহ বৃক্ষ রোপনের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আসাদুল জামান ও অন্যান্য প্রবাসীদের সার্বিক সহযোগিতায় শনিবার (০১ নভেম্বর) বেলা ২টার সময় মনিরামপুর উপজেলার কেশবপুর উপজেলার ধর্মপুর বটতলা মাদানী তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার এই কার্যক্রমে ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর বটতলা মাদানী তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার নায়েবে মুহতামিম হাফেজ মাজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওঃ আঃ শুকুর, শিক্ষক হাফেজ আজিজুর রহমান, মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা রমজান আলী, সদস্য আরিফ হোসেন, সাংবাদিক সেলিম হোসাইন রনি, মিজানুর রহমান মিজন, জাহাঙ্গীর আলম সহ স্থায়ী বিভিন্ন ব্যক্তিবর্গ।
