আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় গাংনীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২ৃ০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিবস টি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পতাকা ও আবু হাশেম সমবায় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের শুরুতেই সমবায় সমিতি কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু হাশেম।
সমবায় অফিস সূত্রে জানান গেছে, গাংনীতে কৃষি সমবায় সমিতি, বিআরডিবি , মৎস্যজীবী , পানি ব্যবস্থাপনা , বহুমূখী সমবায়, ইউনিয়ন বহুমূখী সমবায়সহ ৩৪৯ টি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। যার অনেকগুলোয় নিষ্ক্রীয়। সক্রিয় রয়েছে হাতে গোনা ২০/২৫ টি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা।
আলোচনা সভা শুরুতেই সাহারবাটি তুফান সমবায় সমিতির উদ্যোগে সমিতির সভাপতি সাইফুল ইসলাম অতিথিদের সম্মানার্থে উত্তরীয় (গামছা) পরিয়ে দেয়।
নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দাল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিজানুর রহমান, উপজেলা বিআরডিবির সভাপতি আবুল হাশেম ফুলচাঁদ প্র্রমুখ।
এছাড়াও সমবায় দিবসের উপর বক্তব্য রাখেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবুল কাশেম প্রমুখ।
সমবায় সমিতি,চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, নাগদাহ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, কুমারীডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি, গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, তুফান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি,সাহেবনগর, পীরতলা, কোদাইলকাটি, কাজীপুর সমবায় সমিতির প্রতিনিধিসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।
