ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাবুই পাখি-প্রকৃতির ক্ষুদ্র শিল্পী,যে গাঁথে স্বপ্নের বাসা

Mahamudul Hasan Babu
November 1, 2025 1:49 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়,,মাগুরা জেলা প্রতিনিধি।  বাংলার নিসর্গে গাছের ডালে ঝুলে থাকা বাবুই পাখির বাসা যেন এক একখানি শিল্পকর্ম।
বাতাসে দুলে ওঠা সেই নিখুঁত বয়নশৈলী দেখলে মনে হয়,প্রকৃতি নিজেই যেন তাঁতের সূক্ষ্ম নকশায় রয়েছে
স্বপ্নের আশ্রয়।মাগুরার মহম্মদপুর পার্শ্ববর্তী একটি উপজেলায় মধুমতি নদীর পাড়ে তাল গাছে অসংখ্য বাবুই পাখির বাসা বাধার চিত্র চোখে পড়ে।
বাবুই পাখি-এই ক্ষুদ্র প্রাণীটি কেবল একটি পাখি নয়, সে প্রকৃতির এক অনন্য স্থপতি।
বাংলার মানুষ তাকে চেনে পরম ভালোবাসায়,“শিল্পী পাখি” নামে।ধানক্ষেতের ধারে,তালগাছের উঁচু ডালে,কিংবা গ্রামের প্রান্তে খেজুরগাছের ঝুলন্ত ডালসেখানেই সে গড়ে তোলে তার শিল্পের রাজপ্রাসাদ।
পুরুষ বাবুই একা হাতে বুনে ফেলে সেই অদ্ভুত বাসা। ঘাস,খড়,পাটের আঁশ,তালপাতার তন্তু-সব মিলিয়ে তৈরি করে এক অনিন্দ্যসুন্দর বয়নশিল্প।বাসার নিচের দিকে থাকে এক লম্বা নলাকার মুখ,যেন নিরাপত্তার প্রহরী।স্ত্রী বাবুই এসে যদি পছন্দ করে, তবেই শুরু হয় তাদের সংসার।না পছন্দ হলে পুরুষ বাবুই আবার নতুন করে শুরু করে তার বয়ন-দৃঢ়তা ও শ্রমের এক অপূর্ব নিদর্শন।
বিজ্ঞানীরা বলেন,বাবুই পাখি প্রকৃতির অন্যতম বুদ্ধিমান পাখি।তাদের তৈরি বাসার গঠন ও স্থায়িত্ব প্রমাণ করে,এদের আছে অসাধারণ স্থাপত্যবোধ ও পরিকল্পনা।শত শত বছর ধরে বাংলার কবিতা, লোকগান ও গল্পে বাবুই পাখি শ্রম,নৈপুণ্য ও মমতার প্রতীক হয়ে উঠেছে।
রবীন্দ্রনাথের কবিতায়,জীবনানন্দের কল্পনায়,কিংবা জসীমউদ্দীনের গ্রামীণ কাব্যে-বাবুই পাখির নাম এলেই ভেসে ওঠে এক শান্ত,পরিশ্রমী,শিল্পপ্রেমী জীবনের ছবি।
আজকের আধুনিক কংক্রিটের দুনিয়ায়ও বাবুই পাখির বাসা আমাদের শেখায়-শ্রমই সৌন্দর্য সৃষ্টি করে,ভালোবাসাই শিল্পের জন্ম দেয়।
বাবুই পাখি কেবল ডালে ঝুলে থাকা এক বাসার গল্প নয়; সে এক দর্শন-যেখানে মিশে আছে শ্রমের মহিমা, প্রকৃতির কবিতা আর জীবনের নান্দনিকতা।