মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরায় বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের গোল টেবিল বৈঠক শনিবার বিকেলে মাগুরা আর্দশ ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক আবু সাইদ মোঃ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের খুলনা বিভাগীয় অঞ্চলের সভাপতি অধ্যাপক মোঃ মারুফুর রহমান শেখ। মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হুমায়ন কবীরের অর্থসহ কুরআন তেলোতের মাধ্যমে শুরু হওয়া গোল টেবিল বৈঠকে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, আড়পাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা নূরুন্নবীসহ অন্যরা।
বৈঠক শেষে শ্রীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আলমগীর বিশ্বাসকে সভাপতি ও বাবুখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
