বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবির,সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা খানম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, “শিশুদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করা হচ্ছে, যা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির জানান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রত্যেকটি টিকা কেন্দ্রে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
