ঢাকাWednesday , 12 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জাতীয় দলের নারী ফুটবলার তৃষ্ণা রানী পেল বাড়ীর জমি, ঘর ও দোকান

Mahamudul Hasan Babu
November 12, 2025 2:42 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় নারী অনুর্দ্ধ ২০ দলের নারী ফুটবলার তৃষ্ণা রানীকে বসতবাড়ীর জমি ও পাকাঘর উপহার দিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেদ আলী। তিনি বুধবার (১২) নভেম্বর বিকালে ময়দানদিঘী ইউনিয়ন ভুমি অফিসের সামনে সাড়ে চার শতক জমি ও নির্মাণকৃত আধা পাকা ঘরের উদ্বোধন করেন।

এ সময় তিনি তৃষ্ণারানী ও তার পিতা মাতার হাতে জমির দলিল তুলে দিয়ে ঘরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার বাবার জন্য দেওয়া একটি দোকানের ঘরের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল প্রমুখ।

জেলা প্রশাসক সাবেত আলী জানান, বাংলাদেশ জাতীয় নারী দলের খেলোয়ার তৃষ্ণা রানী দেশের হয়ে বিভিন্ন দেশের সাথে খেলে সুনাম বয়ে নিয়ে আসছে । কিন্তু তাদের পরিবারের নিজস্ব কোন থাকার জায়গা ও উপযুক্ত ঘর ছিল না। চাচার বাড়ীতে একটি ঘরে থাকতো। তার বাবাও অসুস্থ্য, মা ইট ভাটায় কাজ করে। দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেও দেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে, তার স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি সহ ও বাড়ী নির্মাণ করে দেওয়া হচ্ছে, সেই সাথে তার অসুস্থ্য বাবাকে পরিবারের চালানোর জন্য একটি দোকান ঘর দেওয়া হয়েছে। আমি প্রত্যাশা করবো সবাই এই পরিবারের পাশে থাকবো, জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে। তৃষ্ণা রানী দেশকে আরো ভালো কিছু উপহার দেবে এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, নারী ফুটবল দলের গর্বিত সদস্য বোদা উপজেলার রত্ন তৃষ্ণা রানীকে জেলা ও উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বাড়ী করার জন্য ময়দানদিঘীতে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি প্রদান করা হয়েছে এবং আধা পাকা বাড়ী জেলা প্রশাসক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। আমরা মনে করি গুণিদের কদর করলে দেশে আরো গুণি জন্মাবে।

টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির পরিচালক ও তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল জানান, তৃষ্ণা রানী ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বোদা ফুৃটবল একাডেমিতে কোচিং করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃষ্ণা রানী প্রত্যন্ত অঞ্চল থেকে এখন জাতীয় অনুর্দ্ধ ২০ দলের গোলমেশিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তাকে বসতবাড়ীর জন্য জমি ও ঘর নির্মাণ করে দিচ্ছে তাই আমরা অনেক খুশি। তার পাশে দাড়ানোর জন্য জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তৃষ্ণা রানী অনুভুতি প্রকাশ করতে গিয়ে জানান, বহু প্রতিবন্ধকতা পারি দিয়ে এখানে এসেছি। আজকে নিজেকে অনেকটাই সফল মনে হচ্ছে। যারা একসময় কটুকথা বলতো তারাও আজকে উৎসাহ দিচ্ছে। জেলা প্রশাসক আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা আমার বড় পাওয়া। আমি আমার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।