মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ়্য র্যালি ঢাক-ঢোল নিয়ে বের হয়ে উপজেলার প্রধান সড়ক সহ ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব মোঃ বদিউজ্জামান মানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম.বজলুর রহমান জাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও তোড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান( আব্দার)। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী, সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আতা প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। আগামীতে যে কোনো সংগ্রাম ও আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যুব অঙ্গ সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপুর্ণ অধ্যায়। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল একটি সংগঠন তৈরী করেননি, বরং একটি নতুন আশা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা ছিল বাংলাদেশের যুব সমাজকে একটা স্বপ্নের সংগঠনের ছায়াতলে আনার একটি চমৎকার প্রয়াস। র্যালি ও আলোচনা সভায় উপজেলার ৬ ইউনিয়ন হতে জাতীয়তাবাদী যুবদল সহ অঙ্গ সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।