ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ সাফল্যের শিখরে আলেকজান্ডার কামিল মাদ্রাসা

Mahamudul Hasan Babu
January 12, 2026 11:24 am
Link Copied!

স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর: আবু সালমান : জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে রামগতি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে চর আলেকজান্ডার কামিল মাদ্রাসা। শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, শৃঙ্খলা এবং মানসম্মত পাঠদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মানিত হয়েছেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তৈয়ব আলী সাহেব। শিক্ষা বিস্তারে তাঁর নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও আদর্শ শিক্ষকসুলভ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
এই গৌরবজনক অর্জনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের অভাবনীয় অর্জনসমূহ শিক্ষা, শৃঙ্খলা ও মেধার অনন্য স্বাক্ষর রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ আলেকজান্ডার কামিল মাদ্রাসা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে। এই সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত।
অর্জিত সম্মাননাসমূহ:শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: আলেকজান্ডার কামিল মাদ্রাসা
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ তৈয়ব আলী(অধ্যক্ষ, আলেকজান্ডার কামিল মাদ্রাসা) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: মোঃ সাইফুল ইসলাম(সহকারী শিক্ষক)শ্রেষ্ঠ শিক্ষার্থী: মোঃ মইনুল ইসলাম(আলিম দ্বিতীয় বর্ষ)সাংস্কৃতিক ও অন্যান্য ইভেন্টে সাফল্য ব্যক্তিগত পর্যায়ের শ্রেষ্ঠত্বের পাশাপাশি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা ১১টি ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির সার্বিক মান ও শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার উজ্জ্বল প্রমাণ।
এই গৌরবময় সাফল্য মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, পরিশ্রমী শিক্ষার্থী, সচেতন অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত প্রচেষ্টা এবং দোয়ার ফসল।
আলেকজান্ডার কামিল মাদ্রাসা আগামীতেও শিক্ষা, মেধা ও নৈতিকতায় শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রাখবে,এই আমাদের প্রত্যাশা।সবার জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।