বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বোদায় সনাতনী ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলার পূজা মন্ডপের পুরোহিতবৃন্দ ও সভাপতি সম্পাদকগণের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পাচপীর মেনাগ্রামে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
ডাঃ দ্বিজেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহবায়ক প্রেমাশিষ রায়, সদস্য সচিব অন্ন প্রসাদ রায়, বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সীসা, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পামূলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায়, সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায় বোদা এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নবীন চন্দ্র রায় প্রমুখ। আরো বক্তব্য রাখেন বোদা-দেবীগঞ্জের ২০টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার সনাতনী নেতৃবৃন্দ।
প্রার্থনা অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
