মোঃ মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণ বিধি লংঘন করে প্রচারণা চালানোর অভিযোগে ধানের শীষের এক সমর্থক কে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতে। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি মোড়ে এ ঘটনা ঘটে। নির্বাচনী আচরণবিধি লংঘন করে ধানের শীষ প্রতীকের লিফলেট নিয়ে প্রচারণা চালানোর খবর দেন উপজেলা প্রশাসনকে স্থানীয় জনতা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পান এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি’র প্রার্থী হাসান জাফির তুহিন এর সমর্থক আল আমিন নামের ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে১০ হাজার টাকার জরিমানার আদেশ দেন।
