ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:21 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ভাঙ্গুড়া নাজিম উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।বুধবার (২১জানুয়ারি ) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূর মোজাহিদ স্বপন। এছাড়া আরো জানা যায় উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন সাহেবের স্ত্রী দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছেন ।তিনি বর্তমানে ঢাকা এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেই সূত্রে জানা যায় স্বপন সাহেব অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে ঠিক ঠাক ভাবে নিজের যত্ন না। গতকাল হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যায় ডাক্তার জানিয়েছে তার শরীরে ১০৪ ডিগ্রির উপরে জ্বর।হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। ডাক্তার জানান, স্বপন বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ অনুভব করছেন। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।এদিকে, বিএনপি নেতা স্বপনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করতে থাকেন। কিন্তু চিকিৎসকরা ও তার পরিবার অনুরোধ করেছেন, যাতে হাসপাতালে অতিরিক্ত ভিড় না হয়। তারা ভাঙ্গুড়া বাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
রাজনৈতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম শেষে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।