ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ আসনে ধানের শীষের পক্ষে বিএনপি’র নেতাকর্মীর ঐক্যবদ্ধ

Mahamudul Hasan Babu
January 24, 2026 3:06 pm
Link Copied!

স্টাফরিপোর্টার।। অভ্যন্তরীণ বিভেদ পেছনে ফেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক কাতারে দাঁড়িয়েছে মাগুরা-২ আসন (মহম্মদপুর–শালিখা) বিএনপি। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়ন গ্রুপের মধ্যকার
অবসান ঘটিয়ে শনিবার (২৪ জানুয়ারি) মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে এক সম্প্রীতি সমাবেশ।
শনিবার সকালে মহম্মদপুর উপজেলা সদরে আয়োজিত এই সমন্বয় সভায় সকল ধরনের গ্রুপিংয়ের অবসান ঘোষণা করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন দুই বলয়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,
“আমি দলের মধ্যে কোনো বিভক্তি চাই না। সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। যার যে মর্যাদা, তাকে সেই জায়গায় রাখা হবে। আজ থেকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব,মনোয়ার হোসেন খান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম নয়ন।
এ সময় নয়ন ও কামাল গ্রুপের অনুসারীরা প্রকাশ্যে নিতাই রায় চৌধুরীর নেতৃত্বকে শক্তিশালী করার ঘোষণা দিলে উপস্থিত হাজারো নেতাকর্মীর মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বক্তারা বলেন,দেশের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে অতীতের সকল তিক্ততা ভুলে এখন রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার সময়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ,মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খান বাচ্চু,সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান ও পিকুল খাঁন,
সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল,
সাবেক যুগ্ম-আহ্বায়ক ড.রুইচ উদ্দীন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী সরদার,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন এবং জেলা বিএনপির সদস্য সৈয়দ আরাফুজ্জামান রিংকু।