ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে হাত পাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আশরাফুল আলম চৌধুরীর গণসংযোগ

Mahamudul Hasan Babu
January 25, 2026 1:49 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে হাত পাখা প্রতীকে ভোট চেয়ে
গণসংযোগ করেন-কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম চৌধুরী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কড়িকান্দি (সদর) ইউনিয়ন সভাপতি মো.শাহ আলম মেম্বারের উদ্যোগে গতকাল রবিবার সকাল সাড়ে নয় টায় উপজেলার কড়িকান্দি( সদর) ইউনিয়নের বন্দরামপুর হজরত আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসায় আলোচনা সভা শেষে বন্দরামপুর গ্রামের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে হাত পাখা মার্কায় ভোট প্রার্থনার মাধ্যমে প্রার্থীর এই গণসংযোগ ওলিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়।এরপর উপজেলার কড়িকান্দি বাজারের দোকানী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন- কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম (মেম্বার), উপজেলা মুজাহিদ কমিটির সদস্য মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো.নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েখ মো.মুফতি সালেম উদ্দিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জামিল আশরাফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মো.আবু বকর,সদস্য শামীম,ইসলামী আন্দোলন বাংলাদেশ কড়িকান্দি (সদর) ইউনিয়ন সভাপতি মো.খলিল মিয়াসহ ৫ শতাধিক নেতা-কর্মী।এরপর দোয়া মুনাজাত পরিচালনা করার মাধ্যমে তাদের কর্মসূচী শেষ হয়।