ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
January 26, 2026 2:28 pm
Link Copied!

আবু সালমান (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে রামগতি প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চ্যানেল এস টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। চ্যানেল এস টিভির রামগতি–কমলনগর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম, পৌর আমির আবুল খায়ের, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।
এছাড়া উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আমানত উল্যাহ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার কামাল, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি এম এ এহসান রিয়াজ, আমার সংবাদের কমলনগর প্রতিনিধি হাবিবুল বাসার, আজকের খবর প্রতিনিধি শাহরিয়ার কাজল, দৈনিক খবর প্রতিনিধি মনিরুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, পিপলস ভয়েসের মাহমুদ আল মিল্লাদ, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি নুর সোলাইমান, রামগতি নিউজের এ আর নাহিদসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস টিভির বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও দেশ ও জনগণের পক্ষে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।