মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ভাবে পরিচালনার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ শনিবার দিনব্যাপী রংপুরের পীরগঞ্জে যৌথবাহিনীর শোডাউন পরিচালনা করা হয়েছে। পীরগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ, RAB, বিজিবি, আনসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিজিএফআই, এনএচ আই এবং বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় ইউনিয়ন গুলোতে সম্মিলিত টহল পরিচালনা করে । ক্যাম্প কমান্ডার আরো বলেন নির্বাচন পূর্ববর্তী দিনগুলোতে এই ধরনের টহল অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
