কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরণ ও মান উন্নয়ন শীর্ষক রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে রংপুরে হোটেল রাইয়ান্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ দেলদার রহমান দিলু দেলদার রহমান দিলু।
কিশোরগঞ্জ মহিলা কারিগরি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ সুজাউদৌলা লিপটন এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ নুরুল আলম হাদী রুজেল, চিলমারী বিএমটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান বিলু, পার্বতীপুর টেকনিক্যাল কলেজ এন্ড এগ্রিকালচার কলেজ এর অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামি প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চাতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যাপক লিয়াকত আলী সরকার।
এ সময় কারিগরি কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরণ ও মান উন্নয়নে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।