Fri. Dec 27th, 2024

আটোয়ারীতে সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাফা’র গুদাম হতে রাসায়নিক সার উত্তোলন করে সঠিক হিসাব এরাইভাল রিপোর্ট ও বিক্রয়ের সঠিক তথ্য না থাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করার কারণে পঞ্চগড়ের আটোয়ারীতে এক রাসায়নিক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ( ১১ ডিসেম্বর) বিকেল প্রায় ৩ টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থিত “মেসার্স হবিবর রহমান” রাসায়নিক সার ব্যবসা প্রতিষ্ঠানে আকষ্মিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা লংঘনের দায়ে মেসার্স হবিবর রহমান ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক তাৎক্ষনিক জরিমানার অর্থ নগদ প্রদান করে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ডাদেশ হতে মুক্তি পান। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এমন অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করা হয় ।

Related Post

Leave a Reply