Sat. Dec 28th, 2024

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার হাইব্রিড ধানবীজ বিতরণ অনুষ্ঠান

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :  মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো হাইব্রিড ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এসব বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন এর সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এসময় গাংনী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানাসহ উপ সহকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
অফিস সূত্রে জানা গেছে, রবি/২০২৪-২৫ মৌসুমে হাইব্রিড ধানের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতি ২ কেজি করে ১ হাজার ৩০০ জন চাষীর মধ্যে বীজ বিতরণ করা হয়

Related Post

Leave a Reply