আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর (৭৫) চিকিৎসাধীন অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন। (ইন্না,,,,, রাজেউন) । গত শনিবার সন্ধ্যা ৬ টার সময় বীর মুক্তিযোদ্ধা মারা যান।
আজ রবিবার সকাল ১০ টার সময় চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাস্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে চৌগাছা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর গাংনী পৌর এলাকার ৩ নং ওয়ার্ড চৌগাছা ঘোনাপাড়ার মৃত খোকা মন্ডলের ছোট ছেলে।
আজ রবিবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও গাংনী থানার ভারপ্র্াপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গার্ড অব অনারের মাধ্যমে সরকারের পক্ষে রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করেন ।এসময় গাংনী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, তাহাজউদ্দীনসহ অনেক সহযোদ্ধা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, ২ কন্যা, ২ ছেলে ও নাতি নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী বন্ধু বান্ধব রেখে গেছেন।